Everything You Need To Know About Form 15G & Form 15H (Bengali)

এমন অনেক মানুষ আছেন যাদের হয় সেভাবে কোন Income নেই না হলে যে Income হয় তাতে তাদের কোন Income Tax দিতে হয় না। অথচ তারা তাদের FD বা এরকম অনেক Deposit আছে যেগুলো থেকে Interest পান সেগুলোর ওপর TDS (Tax Deducted at Source) কেটে নেওয়া হয়। এবার ওই TDS Amount ফেরত পেতে গেলে বছর শেষ হওয়া পরজ্যন্ত Wait করতে হয় এবং Return File করার পর ওই টাকা ফেরত পাওয়া যায়। এই যে সমস্যা, সেটা থেকে রেহাই পাওয়ার জন্য 15G এবং 15H দুটো Form রয়েছে, এই Form দুটো কে ব্যবহার করা যেতে পারে। এই 15G এবং 15H Form দুটোকে সঠিক ভাবে ব্যবহার করতে গেলে আগে এই Form দুটোর বিষয়ে Detail এ জানতে হবে। সেই কারণে এই Article। 

যদি কোন Resident Individual, যার PAN Card আছে এবং তিনি যদি চান যে তার যেখান থেকে  Interest Income হচ্ছে সেখানে Source থেকে Tax না কাটা হক তাহলে তাকে হয় 15G আর না হলে 15H Form ওই সংস্থার কাছে জমা করতে হবে। 60 বছরের নিচে ব্যক্তিদের জন্য 15G আর 60 বছরের বেশি বয়সের ব্যক্তিদের জন্য 15H Form। 

যদি কেউ এই 15G বা 15H Form Download করে রেখে দিতে চান তো নিচের Link Click করে করে নিতে পারবেন। 

15G Form Fill Up কারা করতে পারবেন?

  1. একজন Individual বা HUF বা Trust
  2. শুধুমাত্র একজন Indian Resident
  3. বয়স 60 বছরের নিচে হতে  হবে
  4. Total Taxable Income Nil হতে হবে
  5. একটা বছরে Interest Income এর ওপর যে Exemption limit আছে তার নিচে Total Interest Income হতে হবে। 

15H Form Fill Up কারা করতে পারবেন?

  1. একজন Individual বা HUF বা Trust
  2. শুধুমাত্র একজন Indian Resident
  3. বয়স 60 বছরের ওপরে মানে Senior Citizen হতে হবে
  4. Total Taxable Income Nil হতে হবে

কারা এই 15G বা 15H Form Fill Up কারা করতে পারবেন না?

  1. Company (Private অথবা Public)
  2. Partnership
  3. NRI
  4. যার Total Interest Income Exemption Limit এর থেকে বেশি 

এই 15G বা 15H Form কি Online Fill up করা যায়? 

Bank বা যে সংস্থা থেকে Interest পাওয়া যাচ্ছে সে সংস্থার যদি Online এ এই Form Fill up এর সুবিধা থাকে তাহলে অবশ্যই Online এ করা যাবে। যেমন আমি দেখেছি SBI আর ICICI Bank Online এ এই দুটো Form Fill up এর ব্যবস্থা রেখেছে। যাদের এই Bank গুলোতে Account আছে তারা Online এই তাদের এই Form করার সুযোগ পাবেন। 

কি ভাবে Online এ এই Form Submit করবেন তার যদি Guidance চান তাহলে নিচের Video Link টা Click করুন 

SBI INB: Generating Form 15G/15H Online

কি ভাবে Offline এ এই Form Submit করবেন তার যদি Guidance চান তাহলে আমাদেরই Blog এর Link টা Click করুন 

How To Fill 15G and 15H Form

যদি Video দেখে শিখে নিতে চান তো নিচের Link টা Click করতে পারেন

How To Fill Form 15G? [Hindi]

How To Fill Form 15H? [Hindi]

আর কোথায় কোথায় এই Form কাজে লাগে? 

Post Office Deposit

Bank ছাড়াও বিভিন্ন Post Office Deposite এর Interest এর ওপরে এই দুটো Form প্রযোজ্য। 

Corporate Bond

 বিভিন্ন Corporate Bond এ Deposit এর Interest এর ওপর ও এই দুটো Form Submit করতে হয়। 

Employee Provident Fund

যদি কোন Employee 5 বছর Service Continue হওয়ার আগেই তার EPF Balance থেকে 50,000 টাকা বা তার বেশি টাকা তোলেন তখন এই 15G বা 15H Form জমা করতে হয়। 

Rental Income

যদি কোন ব্যক্তির Rental Income বছরে 2.4 লাখ টাকার বেশি হয় তাহলে এই Form যদি Submit না করা হয় তাহলে TDS কাটা হবে। 

Insurance Commission

কোন একটা বছরে জদ Insurance থেকে Commission হিসাবে আয় 15,000 টাকার বেশি আয় হয় তাহলে এই Form Submit করা না হলে TDS কাটা হবে। 

এই যে দুটো Form একটা 15G আর একটা 15H, এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদের কাছে প্রচুর প্রশ্ন করেন বা করেছেন। তারই কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর এখানে দিলাম, আপনাদের কারর কোন কাজে লাগতে পারে। 

Frequently Asked Questions

Q. সব Bank এর কি এই 15G বা 15H Form একই হয়? 

না, অনেক সময়ই Bank to Bank সামান্য কিছু পার্থক্য Form এর মধ্যে থাকে। সব থেকে ভাল হল Income Tax Portal থেকে এই Form Download করে নেওয়া।

Q. আমাকে কি সব Bank বা সব Branch যেখানেই  Investment আছে সেখানে এই Form জমা দিতে হবে?

হ্যাঁ, যে Bank বা যে Branch যেখানেই আপনি আপনার জমা টাকার ওপর Interest পাচ্ছেন সেখানে এই Form জমা করতে হবে।

Q. Does filing Form 15G/Form 15H mean my interest income is not taxable?

দেখুন এই 15G/15H Form হল একটা Declaration, যে আপনি জানাচ্ছেন, আপনার এই Interest থেকে Income হওয়া স্তবেও Taxable Income Nil। Fixed deposit থেকে Interest, Recurring deposit থেকে Interest এবং  corporate bond থেকে পাওয়া Interest সব সময়  taxable.

Q. যদি কেউ এই 15G বা 15H Form ঠিক সময়ে জমা দিতে ভুলে যান তখন কি হবে?

Declaration, মানে 15G বা 15H Form সঠিক সময়ে না জমা দেওয়া হলে Bank TDS কেটে নেবে। পরে অবশ্য Return File করে ওই TDS Amount ফেরত পাওয়া জেতে পারে। 

Q. 15G বা 15H Form এর মধ্যে পার্থক্য কি আছে?

60 বছর বয়সের নিচের ব্যক্তিদের Declaration এর জন্য 15G Form ব্যবহার করা হয় আর 60 বছর বয়সের নিচের ব্যক্তিদের Declaration জন্য 15H Form ব্যবহার করা হয়। 

Q. I have submitted Form 15G and Form 15H but I also have taxable income, What should I do?

আপনি Bank কে লিখিত Application দিয়ে জানিয়ে দিন যে আপনার Taxable Income Nil নয়। Bank তখন আবার TDS কাটতে শুরু করবে। 

Q. Is there any time limit for submitting these forms?

সাধারণত Financial Year এর শুরুতে মানে April মাসে Bank এ এই Form জমা দিতে হয়। 

এবার যদি আপনারও কিছু প্রশ্ন থাকে তাহলে নিচের Comment Section এ লিখে জানাতে পারেন। এই লেখাটা পড়ে আপনার মতামত পেলে ভাল লাগত। 

Related Blogs

Financial Planning In Changing Economy (Bengali)

1947 সালের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 80র দশকের শেষ পর্য্যন্ত আমাদের দেশের অর্থনীতি ছিল সরকার দ্বারা

Read More

Call Us

or

Our phone lines are available from Monday to Friday 10 AM to 6PM and Saturday from 10 AM to 3PM.

Are You Having Any

Financial Queries? Problems?

If you are looking for expert help on your financial problems,
then here’s your chance to book a FREE personal consultation with our expert Wealth Coaches.

4 thoughts on “Everything You Need To Know About Form 15G & Form 15H (Bengali)”

  1. Niranjan Sadhukhan

    Thank You Dada,
    SBI & ICICI Bank ছাড়া কি অন্যান্য ব্যাঙ্ক গুলো তে 15G , 15H Form online a জমা দেওয়া সম্ভব ?

    দিনে দিনে ইনফিলেশন যে ভাবে বাড়ছে আর Interest Rate J ভাবে কমছে, ব্যাঙ্ক এ বা পোস্ট অফিস এ FD Korar ki প্রয়োজন আছে ?

  2. প্রথমে আপনাকে যানাই ধন্যবাদ কারণ এই ধরেনের লেখা আমি অনেক দিন ধরে খুজছিলাম।

    আপনার এই লেখা টা আমার মত অনেকের উপকার করবে। একটা কথা না বলে পারছিনা সেটা হল Bank, Post Office এর Interest যেভাবে কমছে তার সাথে এত নিয়মের ঝামেলা আমদের মত সাধারণ মানুষের চিন্তার বোঝা বেড়ে যাচ্ছে।

    তবে আপনার আশ্রয়ে আমি এবং আমার পরিবার নিশ্চিন্ত। আপনার Article গুলো পড়ে আমি আনেক কিছু শিখছি। পুনরায় ধন্যবাদ যানালাম।

  3. অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী বিষয়ে ব্যাখ্যা করেছেন। এত সহজ বিবৃতি দিয়েছেন বুঝতে বা জানতে কোনো অসুবিধা হল না। অনেক ধন্যবাদ আপনাকে। আগামী দিনে আরও এইরকম article এর জন্য আবেদন রইল।

  4. অসাধারণ একটি article পুরো বিষয়টি খুব সহজেই বুঝতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ Sir.

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top