Estate Planning – Succession Law; Last Part

Estate Planning Pict

ধরুন কেউ একজন তার সমস্ত Investment এই সঠিকভাবে Nominee করেছেন কিন্তু তার অবর্তমানে তার অন্য Legal heirs’ রা বা তাদেরমধ্য কেউ সম্পত্তির ওপর দাবি করে বসল অর্থাৎ Succession Law তখনই প্রযোজ্য হবে যদি Will করা না থাকে। এটি একটি আইন, যার মাধ্যমে এজনের Property তার আইন সঙ্গত উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বন্টন করা হবে তার নির্দেশ করা আছে। আমাদের দেশে তিনটি Succession Law চালু আছে। হিন্দু, জৈন এবং শিখদের জন্য Hindu Succession Law। মুসলিমদের জন্য Shari at Act। খ্রিষ্টানদের জন্য Christen Law of Succession।

আমি এখানে খুব সংক্ষ্যেপে Hindu succession law এর কিছু গুরুত্বপূর্ন অংশ নিয়ে আলোচনা করছি।


Hindu succession law তে দুটি Class এ ভাগ করে Legal heirs’ দের বর্ননা দেওয়া আছে।
Class I relations

• Son/Daughter
• Widow
• Mother
• Son/Daughter of a per-deceased son (per-deceased means “already Dead”)
• Son/Daughter of a ore-deceased Daughter
• Widow of a per-deceased son
• Son/Daughter of a per-deceased son of a per-deceased son (3 levels)
• Widow of a per-deceased son of a predeceased son

সম্পত্তি সমান ভাগে Class I উত্তরাধিকারীদের বন্টিত হবে-

Class-1-heirs-1024x407

Class II relations

• Father
• Brother/Sister
• Son’s daughter’s son/daughter,
• Daughter’s son’s son/daughter
• Daughter’s daughter’s son/daughter
• Sibling son/daughter
• Father’s Parents
• Brother’s widow
• Father’s sibling
• Mother’s parents
• Mother’s sibling

যদি এই Class II তে সম্পত্তি ক্রমান্বয়ে বন্টিত হয়-

Class-2-heirs-1024x715

 

যদি Class I এবং Class II heirs না পাওয়া যায় তাহলে তখন দেখা হয় মৃত ব্যক্তির Agnates এবং Cognates মধ্যে। একজন ব্যক্তিকে Agnate বলা হবে যদি ঐ ব্যক্তি মৃত ব্যক্তির Mail Chain Line ধরে রক্তের সম্পর্কে বা adoption এর সম্পর্কে সম্পর্কযুক্ত হয়। আর একজন ব্যক্তিকে Cognate বলা হবে একজন ব্যক্তি মৃত ব্যক্তির কোনো একজন Female ancestor ধরে রক্তের সম্পর্কে বা adoption এর সম্পর্কে সম্পর্কযুক্ত হয়। প্রথমে Agnates দের দেখা হয় তার পর Cognates দের বিচার করা হয়।

কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রোয়োজন

• মাতৃগর্ভে থাকা শিশুর জন্য পৃথক ব্যবস্হা রাখা হয়।
• কোনো Widow যদি Succession date এর সময় পুনরায় বিয়ে করে ফেলেন তাহলে তার দাবি গ্রাহ্য হয় না।
• যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে Murder করেন যে ব্যক্তির কাছথেকে তিনি সম্পত্তি পাবার যোগ্য, তাহলে তিনি আইনের চোখে Murderer হিসাবে উত্তরাধিকার সত্ব থেকে বঙ্চিত হবেন।

পরিশেষে জানাই এটি একটি আইনের বিষয়, আমি আইনজ্ঞ নই, Financial Planner মাত্র, খুদ্র জ্ঞাননিয়ে একটা ধারনা তৈরী করে দেওয়ার চেষ্টা করলাম মাত্র।
আপনাদের মতামত পেলে পরবর্তি কালে আরও অন্য কোনো বিষয়ে আলচনা করতে উৎসাহ পাবো।

Related Blogs

Financial Planning In Changing Economy (Bengali)

1947 সালের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 80র দশকের শেষ পর্য্যন্ত আমাদের দেশের অর্থনীতি ছিল সরকার দ্বারা

Read More

Call Us

or

Our phone lines are available from Monday to Friday 10 AM to 6PM and Saturday from 10 AM to 3PM.

Are You Having Any

Financial Queries? Problems?

If you are looking for expert help on your financial problems,
then here’s your chance to book a FREE personal consultation with our expert Wealth Coaches.

4 thoughts on “Estate Planning – Succession Law; Last Part”

  1. Class II সম্পত্তি কি Class I থাকলেও পেতে পারে , না কোনো Class I পাওয়া না গেলে তখন Class II এর সম্পত্তি পাবার কথা ?

  2. “Class II তে সম্পত্তি ক্রমান্বয় বন্টিত হয় ” এর ব্যাখ্যা কি ?

    1. Class I না পাওয়াগেলে তখন Class II apply করা হয়। Class II তে সম্পত্তি ক্রমান্বয়ে বন্টিত হয় মানে ঐ Sequence অনুযায়ী বন্টন করা হবে।

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top