Estate Planning – Will; 3rd Part

Estate Planning Pict

আমি আমার অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ মানুষের Will নিয়ে হয় কোনো ধারনাই নেই, নাহলে যা আছে তার কোনো ভিত্তিও নেই। বেশিরভাগ মানুষের ধারনা হল যাদের অনেক সম্পতি আছে তদেরই Will এর প্রোয়োজন। নমিনেশন থাকা মানেই যথেষ্ট। এর আগের দুটি Part এর আলোচনা থেকে আশাকরি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র Nomination এর মাধ্যমে আপনার জমা রাখা অর্থ বা সম্পত্তি আপনার কাঙ্খিত ব্যক্তির কাছে নাও যেতে পারে কারন Nominee একজন Trustee মাত্র Not a owner। যদি Legal Heir রা আপনার রেখে যাওয়া সম্পত্তির ওপর Succession Law অনুযায়ী অংশ দাবি করে বসেন তখন কিন্তু আপনার Nominee কে বেশ ঝামেলয় পড়ে যেতে হতে পারে। এই দুরঅবস্হা থেকে Will আপনাকে রেহাই দিত পারে।

Will হল একটা আইন সঙ্গত পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার অবর্তমানে আপনার সম্পত্তি নিশ্চিত ব্যক্তির কাছে কোনো রকম ঝামেলা ছাড়াই Transfer হওয়ার নিশ্চয়তা প্রদান করে রাখতে পারেন। ধরা যাক কোনো ব্যক্তির Wife ছাড়া একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। তিনি হয়তো চান তার অবর্তমানে তার বাড়িটি এবং তার আর্থের ২৫% যাবে তার স্ত্রীর কাছে এবং বাকি অর্থ সমান ভাগে যাবে তার ছেলে এবং মেয়ের কাছে, এটা Will ছাড়া সম্ভব নয়।

যদি কোনো হিন্দু ব্যক্তি Will না করে মারা যান তাহলে তার অবর্তমানে তার সম্পত্তির ওপর Hindu Succession Law অনুযায়ী Legal hears রাও সম্পত্তির অংশ দাবি করতে পারেন। অনেকের একটা ধারনা আছে তার অবর্তমানে তার Spouse automatically সব সম্পত্তির মালিকানা পাবেন। আইন তা বলছে না।

নীচেয় Will কিভাবে লেখা হয় তার একটা Sample তুলে দিলাম। Will Registration করা বাধ্যতামূলক নয়। ভয়খাবেন না, Will করা ব্যয়সাপেক্ষ্য একটা ব্যপারও নয়।

Sample FORMAT of a Will

 

I, _ _ _ _ _ _ _ , son/wife of _ _ _ _ _ _ _ ,resident of _ _ _ _ _ _ _ ,age _ _ years, am making this will on the _ _ day of _ _ _ _ _ _ _ out of my free volition and without any coercion or undue influence whatsoever and state that this is my last will and that I hereby revoke all Wills and codicil made by me at any time heretofore, I bequeath my property , interests and other rights as follows:

1. I bequeath on my death to _ _ _ _ _ _ _ ,my title interests and all other rights which i have as owner of the residential / Commercial Property at _ _ _ _ _ _ _ , I hereby sate that he shall be
entitled to use and enjoy the said property at his own will after my death.

2. I bequeath on my death the following ornaments and jewellery belonging to me to _ _ _ _ _ _ _ :-(Give the list of the ornaments)

3. I bequeath on my death, cash balances lying with me at the time of the death to _ _ _ _ _ _ _ .

4. I bequeath on my death,bank balance lying in my name at Savings/Current Bank Account No._ _ _ _ Bank of _ _ _ _ _ _ _ ,_ _ _ _ _ _ _ Branch, _ _ _ _ _ _ _ at the time of my death to _ _ _ _ _ _ _ .

5. I bequeath the amounts receivable by me the time of my death from various parties on various accounts to _ _ _ _ _ _ _ .

6. I bequeath the amonts and other valuables owned by me and lying in locker number _ _ _ _ in my name at Bank _ _ _ _ , Branch at the time of my death to _ _ _ _ _ _ _ .

7. I direct that a sum of rupees _ _ _ _ Only (Rs. _ _ _ _ /-) be set apart from my assets at the time of my death and be donated to a charitable trust or persons whose aim and objective is to provide food, medical assistance, education assistance, etc to the needy persons.

8. I direct that before distributing my assets in accordance with this will , all my debts , liabilities and monetary obligations including all testamentary expenses, costs, charges,expenses in respect to probate and other legal charges at the time of my death be met out of my assets.

9. I bequeath all the other residuary property , assets and other rights whether or not existing at the time of my death to _ _ _ _ _ _ _ .

I further state that Mr, _ _ _ _ _ _ _ is appointed as the executor of the this will.

I declare that I am the owner of the properties mentioned in this will and an entitled to make this will. I am of sound mind and health at the time of making this will.

In witness whereof , I have hereunto set and subscribed my hand and signature on this _ _ day of _ _ _ _ _ _ _ .

Signed

Signed by Mr. _ _ _ _ _ _ _ on his last will and testament, all being present at the same time. Thereafter at his request and in his presence, We subscribed our respective names and signatures as attesting witnesses all being also present at the same time.

Signature of the Witnesses
1. I have witnessed and read the aforesaid will.

Sign

2. I have witnessed and read the aforesaid will.

Sign

3. I have examined Mr. _ _ _ _ _ _ _ on the date of this will and wish to state that he appears to be in of sound mind and sound mental health at the time of making the above will.

Sign of doctor

 

সংক্ষ্যেপে কিছু বিষয় Will তৈরী করার সময় মাথায় রাখতে হবে।

• Will এ দুজন সাক্ষ্যি হিসাবে একজন ডাক্তার আর একজন উকিল হলে ভালো হয়। পরবর্তি কালে কেউ আপনাকে Unsound অবস্হায় Will তৈরী হয়েছে এই অভিযোগও হয়ত করতে পারবেন না।
• Will এ Beneficiary ব্যক্তির Spouse বা অন্য কেউ সাক্ষ্যি হিসাবে না থাকলেই ভালো হয়।
• Will সব সময় শক্ত মোটা পেপারে করা উচিত যাতে বহুদিন যাবৎ কাগজটি সুরক্ষ্যিত থাকে।
• Original Will এর বিভিন্ন কপি বিভিন্ন যায়গায় রেখে দেওয়া উচিত।
• Will তৈরী করার সময় অবশ্যই Date Mention করা আবশ্যক। পরে কোনো Date এ আবার Will করা হলে Last will টিকেই গ্রহন করা হয়।
• Will এ Asset এর মুল্য না লিখে Percentage of Asset কিভাবে Distributed হবে সেটা লেখাই ভালো কারন Asset এর মূল্য নিয়তই পরিবর্তনশীল।
প্রসঙ্গত Will যেকোনো সময়েই পরিবর্তন করা যায়।

• আপনি যদি Video করে Will করে রাখতে চান তাও সম্ভব।

এই প্রসঙ্গটা নিয়ে আরও অনেক কথা বলার থাকে, বিষয়টি এত ছোটো নয়। আমি সামগ্রিক একটা ধারনা দেবার চেষ্টা করলাম মাত্র। যদি আপনাদের কোনো উপকারে আশে তাহলে ভালো লাগবে আর যদি সময় করে আপনার মতামতটা জানান তো আরও ভালো লাগবে।

যদি কারুর 1st Part না দেখা হয়ে থাকে তো এখানে CLICK করুন।

যদি কারুর 2nd Part না দেখা হয়ে থাকে তো এখানে CICK করুন।

Related Blogs

Financial Planning In Changing Economy (Bengali)

1947 সালের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 80র দশকের শেষ পর্য্যন্ত আমাদের দেশের অর্থনীতি ছিল সরকার দ্বারা

Read More

Call Us

or

Our phone lines are available from Monday to Friday 10 AM to 6PM and Saturday from 10 AM to 3PM.

Are You Having Any

Financial Queries? Problems?

If you are looking for expert help on your financial problems,
then here’s your chance to book a FREE personal consultation with our expert Wealth Coaches.

3 thoughts on “Estate Planning – Will; 3rd Part”

  1. Dr. Chanchal Debnath

    Apnar lekhagulo khub sahaj hochhe jeta reader der pokshe bujhte subidha hochhe bole mone hoy. Video will er byapare aro janar echha roilo……

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top