আজ বেশিরভাগ মানুষ সব থেকে যে অসুবিধাটা বেশি Face করছেন সেটা হল Interest Rate ক্রমাগত কমে যাওয়া। আজ যারা Bank, Post Office, LIC, PPF এগুলো ছাড়া আর কিছুই বুঝতে চান না বা মন থেকে ঠিক মেনে নিতে পারেন না তারা আজ বেশ চাপের মধ্যেই রয়েছেন। কি করব বুঝতে পারছেন না।বিশেষ করে Senior Citizen দের তো ভীষণ Problem। তাহলে কি করনীয়? কি করলে Safe & Secure way তে একটু বেশি Interest বা Return পেতে পারবেন?
দেখা যাক একবার Interest Rate Long Term এ কিভাবে এগিয়ে আজ এখানে এসেছে ।
???????????????? ???????????????????????????????? ????????????????
1989 16%
1999 13%
2009 10%
2019 7%
2029 ?
আমার প্রশ্ন হল 2029 এ তাহলে Interest Rate তাহলে কত হতে পারে? কি ভাবছেন? খুব Simple ভাবে দেখতে অনুরোধ করব। 2039 এ কি হতে পারে, কল্পনা করতে পারছেন? এই ভাবে Movement চললে হয়ত ০ %। বিশ্বাস হচ্ছে না, বা মানতে অসুবিধা হচ্ছে? আজ March 2020 তেই তো Interest Rate 5.7% এসে গেছে। অনেকেই এই পরজ্যন্ত এসে তর্কের খাতিরে যদিও বা মেনে নেন যে হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু ঠিক যখন তার investment এর সময় আসে তখন যুক্তি নয়, আগে থেকে থাকা Belief সঠিক Decission নিতে তখন তাকে আটকায়।
আমাদের দেশ শুধু নয়, পৃথিবীর অন্যান্য দেশ যেমন- France, Australia, Japan এরকম পৃথিবীর অনেক দেশেই Already কিন্তু Interest Rate Zero হয়ে গেছে।বর্তমানে যা পরিস্থিতি তাতে যারা শুধু মাত্র Guaranteed interest ছাড়া আর কিছুই মেনে নিতে পারেননা, তারা just তাদের এই মানসিকতার পরিবর্তন না করতে পারার জন্য পরবর্তী সময়ে খুব খুব বড় অসুবিধায় পরে যেতে পারেন।নিচের ছবিটা একবার দেখুন, World এর অনেক Country তেই Already Interest Rate শুধু Zero নয়, Negative হয়ে গেছে।
এই যে লাল mark করা Country গুলোর Interest Rate আজ Negative।শুনতে অবাক লাগলেও এটি বাস্তব।
দেখুন Interest Rate এর কমা বা বাড়ার ওপর কি আপনার কোনও Control আছে? নেই, আমাদের কারুরই নেই। তাহলে করণীয় টা কি? আমার মতে –
- যদি আপনার বয়স কম হয় তাহলে Invest করুন নিজের Financial Purpose অনুযায়ী। কাউকে দেখে নয়।
- Asset Allocation Strategy বা আপনার Investment টাকে আপনার Age,Income, Expenditure, Risk নেবার ক্ষমতা অনুযায়ী Plan করে এগোন।
- Interest Rate ছাড়াও আরও অনেক Changes কিন্তু আপনি আমি না চাইলেও আমাদের সামনে আসছে। নিজের Financial Advisor এর Advice মত এগোন।
- Senior Citizen রা কোন Advisor সাথে Consult করে Post Retirement Planning করে নিন।
দেখুন আমরা roy’s FINANCE TEAM থেকে এর আগেও বার বার বোঝানোর একটা চেষ্টা করেছি যে Product না Planning কোনটাকে আপনার Importance দেওয়া উচিত সেটা আগে বুঝে নিন এবং ঠিক করে নিন। “Best Product না Right Fund” কোনটাকে আপনি Chase করবেন সেটা ও ভেবে নেওয়া উচিত।আমার মতে যারা Insurance কে Investment হিসাবে ধরে নিয়ে বছর বছর Premium গুনছেন তারা ভবিষ্যতে বেশ হতাশই হবেন।
দেখুন আমি অনেক বছর আগেও একবার আপাদের কে ঠিক এই ভাবেই Interest Rate এ আজ যে জায়গায় রয়েছে তার ব্যপারে আগাম জানানোর বা বোঝানোর একটা চেষ্টা করেছিলাম, আজ আবার কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম, যার যে রকম Mindset তিনি সেই ভাবেই নেবেন।হাওয়া Office (Meteorological Department) ঘূর্ণি ঝড়ের সতর্ক বার্তা আমাদের আতঙ্কিত করে ঘরে বন্ধ করার জন্য দেয় না, দেয় আমাদেরই ভালোর জন্য যাতে আমরা আগে থেকে সাবধানতা নিতে পারি। আমিও Just সেটা করারই চেষ্টা করেছি মাত্র।
আপনার মতামত জানতে পারলে ভালো লাগত।যদি আপনার মনে হয় এই Article টা বা Video টা অন্য অনেক মানুষ জানলে উপকৃত হবেন তাহলে Share করতে পারেন।
কেন এই ভাবে Interest Rate কমছে জানতে চান? তাহলে এই Short Video টা দেখে নিতে পারেন।
10 thoughts on “Interest Rates Are Unlikely To Go Up In The Future”
হ্যাঁ, একদম ঠিক, অনেক বছর আগে, যখন Interest Rate 12% এর আশেপাশে তখন রায় বাবু তার একটা লেখায় লিখেছিলেন যে Future এ Interest ঠিক আজ যে Position এ রয়েছে এই রকম হতে পারে। আমি সত্যি বলছি তখন ব্যপারটা নিতে পারিনি। আমি ভেবেছিলাম রায় বাবু Mutual Fund Product কে Marketing করার জন্য এই ভাবে হয়ত লিখেছেন। পরে আমি রায় বাবুকে কথাটা বলেও ছিলাম।কিন্তু End Result যেটা হয়েছে আমি নিতে পারিনি বলে Financially আজ আমি Suffer করেছি, রায় বাবুর তাতে কিছুই এসে যায় নি।
রায় বাবু আপনি যেরকম যেটা ঠিক মনে করেন সেটা বলেন ওই ভাবেই এগিয়ে যান। আপনাকে ধন্যবাদ।
Mr. Roy এর সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। যতদূর মনেপরে 2011 বা 2012 সাল হবে, Mr. Roy খুব সহজ বোধ্য ভাবে আমায় ভবিষ্যতে Interest rate কি হতে পারে, Inflation কি ভাবে আমাদের Money কে খইয়ে দেবে, Tax এর সুবিধা নিতে গেলে কিভাবে চলতে হবে সব বুঝিয়ে দিয়েছিলেন। আমিও অন্ধের মত ঠিক সেইমতই চলেছিলাম। 2016 এ আমি Retire করি। আজও আমার একটা টাকা ব্যাঙ্ক বা Post Office এ নেই। Roys Finance থেকেই প্রত্যেক মাসে আমার Bank Account এ 1 তারিখে Pension আসে। কোন Tax এর ঝামেলা নেই, Life Certificate জমা দেওয়ার ঝঞ্ঝাট নেই। পুরোপুরি Tension Free Retired Life আমি Enjoy করছি। সবটাই Mr. Roy এর Planning এর জন্যই সম্ভব হয়েছে।
এই কারণে এই লেখার বক্তব্য আমার কাছে নতুন নয়। নমস্কার Mr. Roy। এইভাবেই এগিয়ে চলুন।
কাকু Interest Rate এর এই Change যেটা তুমি দেখিয়েছ এটা তো ঘটবেই। তুমি ঠিকই বলেছ, এটাতে আমাদের কারুর কোনও Control নেই। আমার মতে শুধু Senior Citizen রা নয় আমাদের মত young generation ও এতে বিপদে পড়বে। কেউ যদি তোমার এই video গুলো আর article গুলো একটু follow করে তাহলে তার আর কোনও অসুবিধা হওয়ার কথা নয়।
কাকু তুমি কিন্তু এই ভাবে আমাদের Mindset Change এর উদ্যগটা continue করে চল।
ভবিষ্যতের Interest Rate নিয়ে খুব সুন্দর এবং খুবই প্রয়োজনীয় একটা Article। “Best Product না Right Fund”এটাই আসল কথা। এই কারণেই Professionals এর Advice ভীষণ ভাবে প্রয়োজন।Thanks Mr. Roy।
Khub e important ajker projonmer jonye. Coming days are not so easy it would be very tough.
Thanks Ashoke Da for ringing the alarm early.
Bhabar kotha…amader sokkoler jonno. Songe necessary action o nite hobe. Nahole problem ta amader kei face korte hobe…long future e kichhu korbar thakbe na. Uncertainty ke amra avoid kore thakte bhalobasi, result amader against e gele setar effect amader sesh kore dite pare. Ei article amader sokkolke aage theke alert kore dichchhe, amader sokkolke benefit nite hobe proper action nie….thanks dada , for your valuable effort .
How will we survive pls tell us in this situation little income people.
Khub samoy upojogi, sahoj bodhyo lekha… Pore amar moton jara financial planning kom bojhen.. Tara Khub upokrito hoben..
Very good writing.practically my experience zero about stock market.
Eta khub e chintar ekta bishoy.. ebong er theke feature er financial plan korte onek heip korbe.. Thank you.. Sir…