3 Easy Ways To Reduce Stress & Uncertainties In Your Financial Life

আজকের এই Pandemic Situation এ প্রায় প্রত্যেকটি মানুষ চান বা না চান একটা কঠিন বাস্তবের সামনে কিছুটা Automatic এসে পড়েছেন। বেশ কিছু ভয় বা Uncertainties এর সামনে পরে অনেকেই আজ দিশেহারা। কিসের ভয়? 

  1. চিকিৎসায় অব্যবস্থার ভয়।
  2. নিজের এবং Family র Protection এর ভয়।
  3. Income হারাবার ভয়।
  4. মৃত্যু ভয়। ইত্যাদি।ইত্যদি।

হয় কি, সাধারণ সময়ে নদীতে যখন জল ভরতি থাকে, তখন জলের নীচে কি আছে না আছে তা দেখা যায় না, নদীর গভীরতাও ঠিক বোঝা যায় না, কিন্তু মারাত্নক খরায় নদীর জল যখন শুকিয়ে যায় তখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। ঠিক সেরকম আমাদের Financial Life এ যখন সবকিছু ঠিক ঠাক চলে তখন সাধারণত বেশিরভাগ মানুষ Protection, Fear Of Income loss, বা Fear Of Death এসব নিয়ে ভাবতেই চান না। কিন্তু আজ নদীর জল শুকিয়ে যাওয়ার মত পরিস্থিতি, সমস্ত বাস্তবকে সামনে এনে  দাঁড়করিয়েছে। 

কিন্তু এটাও ঠিক সব ভয়ের কারণ যেমন আমরা নিজেরা নই তেমনি সব ভয়ের সমধান ও আমাদের হাতে নেই। যেমন –

Mismanagement বা অব্যবস্থা দেখার দায়িত্ব Administration এর। 

Protection এর ভয় দুর করার জন্য Adequate Term Insurance এবং Adequate Health Insurance থাকা অবশ্যই প্রয়োজন। এব্যপারে গাফিলতি কিন্তু পরে বড় বিপদে ফেলতে পারে।

Income Loss হবার ভয় থেকে মুক্ত হওয়ার উপায় হল সময় থাকতে থাকতে আরও নতুন নতুন Skill অর্জনের দিকে মনযোগী হওয়া আর নিজের Sufficient Emergency Fund Ready রাখা।আমার মনে হয় এর কোন Alternative হয় না।

যারা Huge Expenditure এর ফাঁদে নিজেদের অজান্তে জড়িয়ে গেছেন তারা আজ বুঝতে পারছেন যে এই Unnecessary Expenditure ফাঁদ থেকে নিজেদের যে করেই হোক বার করে আনতেই হবে। অনেকেই আমাদের দেখান পধতিতে কাজ শুরু করে দিয়েছেন।আমরা আশাবাদী ওনারা এই Trap থেকে মুক্ত হবেন। 

Proper এবং Adequate Health Insurance Policy বা কোন Emergency Fund না থাকায় আজ অনেককেই 

  1. নিজেদের Fixed Deposit কে Premature করতে হচ্ছে।
  2. বেশি Interest Rate এ Personal Loan নিতে হচ্ছে।
  3. Ornament Sell করতে যেতে হচ্ছে।
  4. Treatment Cost Compromise করতে হচ্ছে।
  5. Retirement Fund কে ব্যবহার করে ভবিষ্যতের বিপদ আর বাড়িয়ে তোলা হচ্ছে।
  6. Miracle কিছু ঘটানর জন্য ঈশ্বরের কাছে বার বার Prey করতে হচ্ছে।

Related Blogs

Financial Planning In Changing Economy (Bengali)

1947 সালের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 80র দশকের শেষ পর্য্যন্ত আমাদের দেশের অর্থনীতি ছিল সরকার দ্বারা

Read More

Call Us

or

Our phone lines are available from Monday to Friday 10 AM to 6PM and Saturday from 10 AM to 3PM.

Are You Having Any

Financial Queries? Problems?

If you are looking for expert help on your financial problems,
then here’s your chance to book a FREE personal consultation with our expert Wealth Coaches.

3 thoughts on “3 Easy Ways To Reduce Stress & Uncertainties In Your Financial Life”

  1. দেবাশিস উকিল

    ধন্যবাদ রায়বাবু, এই বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ । আগে থেকে সবকিছু প্ল্যান মাফিক না করে রাখলে পরবর্তীকালে সবকিছু তছনছ হয়ে যেতে পারে । রবিবার মিটিংয়ে থাকার চেষ্টা করব । পুনরায় ধন্যবাদ আপনাকে ।

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top