Category: Planning

Mr Smart or Mr Casual – What Do You Think?

আজ একটা বিষয় আপনাদের Just Share করছি যেটা শুনে আপনাদের মনে হবে হয়ত গল্প কথা, কিন্তু পুরোটাই নির্মম বাস্তব। এক ভদ্রলোক, নাম Smart (পরিবর্তিত), আমার সঙ্গে Professionally Attached প্রায় 10 বছর এর ওপোর। ওনার বন্ধু, Mr Casual (পরিবর্তিত), একই অফিসে একই Post এ দুজনেই চাকরী করতেন, একই বছর দুজনেই একই Amount 50 Lakh টাকার মতো Approximate Retirement এর সময় পেয়েছিলেন।

Your Income Alone Can Not Make You Rich

  অনেকেই ভাবেন বা হয়তো অনেক সময় বলেও থাকেন যদি Income টা বেশি থাকতো তাহলে Savings বা Investment টা বেশি করে করা যেতো। কথাটা হয়তো Apparently ঠিক, কিন্তু Income বাড়া মানেই Investment বাড়া নয়, Investment হলো Mindset। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় যা দেখেছি যা উপলব্ধি করেছি Just তারই দু একটা ছবি তুলে ধরছি।

How Do You Make Your Retirement More Safe & Secure?

  আপনার কি জানা আছে India তে 72% মানুষ আজও তাদের Retirement এর পর কিভাবে তাদের চলবে সেটা যেমন ভাবেনই নি তেমনি যথারীতি তার কোনো Retirement এর Provision ও করা হয়ে ওঠেনি। বাকী 28% এর মধ্যে 79% People Life Insurance Product এ Invest করেই তারা মনে করছেন যে তাদের Retirement provision হয়ে যাবে। আর যে 21% মাত্র মানুষ রয়েছেন যারা

Post Retirement – One Solution For You

  বিভিন্ন কারনে অনেকেরই যতটা Retirement Fund Accumulate করা থাকলে ভবিষ্যতটা নিশ্চিন্দে কাটানো যায়, সেটা হয়ত নানা করনে করা হয়ে ওঠে না। অনেকের হয়তো বৃদ্ধ বয়সে তাদের ছেলে মেয়েরা দেখেন না, বা তাদের দেখার উপায় নেই, যাই হোক না কেন এই অনাথ বৃদ্ধবয়সে এনাদের অবস্হা বড়ই করুন আকার ধারন করে। অথচ এই পরিস্হতি টা না হওয়াই বাঞ্ছনীয়। উপায়টা কি? Sorry,

Early Retirement Is Not An Easy task

  আজকাল প্রচুর মানুষের সঙ্গে Retirement Planning নিয়ে যখনই কথা বলতে আরম্ভ করি তখনই দেখি প্রত্যেকেই প্রায় একটাই কথা বলেন তারা বেশিদিন চাকরী করতে পারবেন না। “এ চাপ আর নিতে পারা যাচ্ছে না”, “পরিস্হতি যে দিকে যাচ্ছে তাতে কতদিন চাকরী করা যাবে এ নিয়ে Doubt আছে”। এরকম আরো কত কি। কিন্তু Dialog গুলো মোটামুটি Common। আমি ঐ মানুষগুলোর ব্যথা Feel

Understanding Risk In Finance

  একজন Advisor, Generally Investor এর Risk নেবার খমতা, Purpose, Other Investment কি আছে ইত্যাদি আরো বেশ কিছু Criteria দেখে নিয়ে তারপর একজন Investor এর Investment Planning করেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি খুব কম Investor যেমন তার Financial Purpose বলতে পারেন ঠিক তেমনি Risk নিয়েও তাদের খুব কম জনেরই হয়তো যথাযথ ধারনা আছে। যেহেতু বেশিরভাগ Investor এর সাথে আমি

Post Retirement Planning

  আজকের Interest Rate যেভাবে প্রতিনিয়ত নামছে এবং ভবিষতেও এর Trend ক্রমশ নিম্নমুখি এতে সবথেকে বেশি অসুবিধায় পড়ে গেছেন বয়স্ক Retired মানুষেরা। জিনিষপত্রের দাম ক্রমশ উর্ধমুখী, এনাদের Income Zero, Expenses Inflation এর কারনে না চাইলেও বাড়ছে। জমানো সঞ্চয়ের Interest এর ওপরেই এনাদের নির্ভর করতে হয়। সেখানে Interest Rate বাড় বাড় কমে যাওয়ায় এনাদের Regular Interest হিসাবে হাতে পাওয়ার অঙ্কটাই তো

How You Can Generate More Wealth Easily

অনেকেই একটা ধারনা ধরে থাকেন কিছু ভালো Product এ Invest করে নিতে পারলে ঐ Product তাকে ভালো Return দেবে তাহলে তিনি তার Financial Goal গুলো সব Achieve করে ফেলবেন। ব্যপারটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। একটা কথা সত্যি যে Product ছাড়া Investment কোথায় হবে? Product তো লাগবেই? ঠিক কথা। Medicine ছাড়া যদি রোগ ভালো না হয়,Vehicle ছাড়া যদি Destination

Post Retirement Planning- A Real Case Study

এখন যারা Retire করছেন তাদের মধ্যে বেশির ভাগ ব্যক্তিরাই Pre Retirement Period এ যা কিছু Invest করেছেন সেটার মধ্যে স্বাভাবিকভাবেই ছিল না কোনো Planning। এটাই বাস্তব। শুধুই ছিলো Product। যেমন Provident Fund, Gratuity, Pension, কিছু PPF, কিছু Insurance ইত্যদি। বাস্তব খেত্রে এই মানুষরা After Retirement একটা অদ্ভূত পরিস্হিতির সামনে এসে পড়েছেন। তাদের চেনা জানা Product হলো Bank Fd, Post office

Comprehensive Financial Planning- A Real Case Study

অনেক দিন ধরে বেশ কিছু ব্যক্তি আমায় অনুরোধ করে চলেছেন Financial Planning কি করে, কি ভাবে হয় ইত্যাদি ব্যপারে। তাই আজ আমি, আমারই করা একজনের Financial Planning এর একটা মোটামুটি ছবি দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছি না এতবড় বিষয়টাকে সকলের বোধগম্য করে কতটা পারব। নাম, স্থান, ইত্যাদি কিছু বিষয় এবং সামান্য দু একটা বিশেষ Personal Goal Professional কারনে গোপোন রাখলাম।

Popular Blogs

Financial Planning In Changing Economy (Bengali)

1947 সালের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 80র দশকের শেষ পর্য্যন্ত আমাদের দেশের অর্থনীতি ছিল সরকার দ্বারা

Read More
Scroll to Top