বর্তমানে 80 C ধারায় 1,00,000টাকার পরিবর্তে 1,50,000 টাকার ছাড় ঘোষনা করা হয়েছে। কোথায় কোথায় Savings করলে এই ছাড় পাওয়া যেতে পারে একবার দেখে নেওয়া যাক।
এই 80 C এর Tax ছাড়টিকে একরকম অনেকেই Forced Savings হিসাবে দেখে থাকেন। এই ছাড়টিকে যদি কেউ প্রথম থেকে Planning করে তৈরী করতে পারেন তাহলে ভবিষ্যতে তার অনেক Financial Goal পূরন করা খুব সহজ হয়ে যায়। একটা উদাহরন দিয়ে ব্যপারটা বোঝানোর চেষ্টা করছি।
ধরাযাক, একজনের বয়স ৩০, তিনি তার Life Insurance এর জন্য ১ কোটি টাকারএকটি Term Policy নিচ্ছেন যার আনুমানিক Premium হবে 15000 থেকে 18000 টাকা বছরে। এবার তিনি বাকি 135000 টাকাটি নিজের Risk appetite বুঝে বা কোনো Financial Planner এর সাথে আলোচনা করে ঠিক করলেন মাসে 6000 টাকা করে তিনি Mutual Fund Elss Fund এ SIP করে জমা করবেন এবং বাকি 63000 টাকা তিনি PPF এ জমা করতে শুরু করলেন। তিনি যদি পরবর্তিকালে আর কোনো Savings নাও করেন তাহলেও তার বয়স যখন 60 বছর হবে অর্থাৎ 30 বছর পর তার PPF এর Balance হবে 88,27,593 টাকা ( বর্তমান Rate 8.70% যদি অপরিবর্তিত থাকে ) এবং Mutual Fund এর Value হবে 29,99,741টাকা ( 15% Return ধরে )। অর্থাৎ মোট Fund Value হবে 1,48,27,075.
অপরদিকে এটা না করে Unplanned way তে যদি 50% টাকা Insurance Endowment plan এ এবং বাকি 50% PPF এ জমা করা হয় তাহলে ঐ 60 বছর বয়সে Fund vlaue হবে, Insurance থেকে 29,24,454 ( 6% Return ধরে, কি ভাবে জনতে Click করুন ) টাকা এবং PPF থেকে 1,05,09,040, মোট 1,3433494 টাকা। আগের Plan টির থেকে 13,93,580 টাকা কম।
কেউ ভাবতেই পারেন ৩০ বছর বয়সে কজন বছরে 1,50,000 টাকা Save করতে পারবে ? দয়া করে টাকার অঙ্ক গুলিকে গুরুত্ব না দিয়ে Logic টাকে গুরুত্ব দিলে ব্যপারটা পরিস্কার হবে। এখেত্রে একজন Planner আপনাকে আপনার Income এর সঙ্গে তাল রেখে কিভাবে কখন কোনটা কত Percent বাড়াবেন তা ঠিক করে দেবেন।
আবার অনেকেই আছেন যাদের আগেই 1,00,000 টাকার Savings 80 C section অনুযায়ী করা হয়ে গেছে, তারা এখন ভাবছেন কোথায় বাকি 50,000 Savings করে এই ছাড়টি নেওয়া যায়। এখেত্রে তারা Equity Mutual Fund এর ELSS Scheme এর ব্যাপারে ভেবে দেখতে পারেন, এই Fund এর Lock in period মাত্র তিন বছর ( অনেকে ভাবেন তিন বছর পর বুঝি Mature হয়ে যায়, আপনি তিন বছরের পরও যতবছর খুশি রেখে দিতে পরেন, এবং তাতেই Return ভালো হওয়ার সম্ভবনা অনেক বেশী ) এবং এখনও পর্যন্ত এই Fund গুলির Return ও যথেষ্ট ভালো। বিষেশত বয়স্ক মানুষদের জন্য এটি বিশেষ উপোযোগী, কারন তিন বছর পর Liquidity করার সুবিধা রয়েছে। নীচে এই ধরনের কয়েকটি Fund এর উদাহরন দিলাম।
Source Money Control
উপরের এই ফান্ডগুলিই সবথেকে ভাল এরকম নয়, সুধুমাত্র উদাহরনের জন্য এগুলি ব্যবহার করা হয়েছে।
Remember- Ignorance is a bigger Risk. So Diversification is the protection against our ingnorance.
4 thoughts on “80 C ধারায় Tax ছাড়ের পরীকল্পনা”
Good information indeed…please continue
Thanks for your kind information.
Welcome
Eye opener really. But for long term this tax policy may change as per previous instance and the financial goal of the investor may vary in respect to situation change during such a big lifespan. Moreover this calculation may act as a good model.