Mutual Fund – A Detailed Guide On Equity Funds (Bengali)

Mutual Fund ব্যপারটাকে অনেকেই সঠিক ভাবে না বুঝেই  Mutual Fund এ Invest করে বসেন আর তার পরে ক্ষতির সম্মুখীন হলে Natural Human Behavior অনুযায়ী তিনি Mutual Fund কেই দোষারোপ করেন। আর আজকের Bank এর Interest Rate কমে যাওয়ায় মানুষের কাছে Investment Option অনেক কমে গেছে, এই কারণে এখন এই ঘটনা আরও বেশি করে ঘটছে।  Mutual Fund এ অনেক ধরনের Fund আছে। কিছু আছে Debt Fund, আর কিছু আছে Equity Fund।   সাধারন মানুষের একটা মস্তবড় ভুল ধারনাই হলো Mutual Fund মানেই Share Market। তা কিন্তু একদমই নয়।আজ আমি আপনাদের Debt Fund ছাড়া Mutual Fund এর বাকি Fund গুলির সাথে পরিচয় ঘটাবার চেষ্টা করব।

মনে রাখতে হবে Mutual Fund পরিচালিত হয় Mutual Fund Regulation Act 1996, আইন অনুসারে এবং Securities and Exchange Board of India (SEBI) দ্বারা। Mutual Fund যে Product গুলো পরিচালনা করে তাকে বলা হয় Scheme। Mutual Fund এর under এ অগুন্তি এরকম Scheme আছে। প্রত্যেকটি Scheme এর একটা করে Objective বা Purpose থাকে

এই কারনে আমরা বার বার বলি Investment করার আগে আপনি কি Purpose এর জন্য Invest করতে চাইছেন ঠিক করুন, না হলে আপনার Purpose হয়তো দিল্লী পৌঁছোনোর কিন্তু অজ্ঞানতার অভাবে চেপে বসলেন হায়দ্রবাদ (Scheme) যাবার Vehicle এ। এরকম টা ঘটলে Result কি ঘটবে তাহলে, ভাবুন? আর এটাই বাস্তবে হয়।

Mutual Fund এ বেশির ভাগ Scheme ই Open Ended, মানে যখন খুশি ঐ সমস্ত Fund এ Invest করা যায় আবার যেকোনো সময় টাকা পয়সা তুলেও নেওয়া যায় । আর Close Ended Fund মানে যখন fund টি শুরু হচ্ছে যেটাকে NFO ( New Fund Offer) বলা হয়, একমাত্র তখনই Invest করা যেতে পারে আর Maturity Time এ টাকা তুলতে পারবেন। বিভিন্ন FMP (Fixed Maturity Plan), Capital Protection Oriented Scheme এই ধরনের Fund গুলো  Close Ended Fund হয়। আবার কিছু কিছু Scheme আছে যেগুলো আদতে Close Ended Scheme কিন্তু মাসের দুতিন দিনের জন্য এগুলো Open Ended এর মতো Entry Exit এর ব্যবস্থা করে দেয় । এই Scheme গুলোকে বলা হয় Interval Fund

Mutual Fund এর Product বা Scheme গুলি বাজার চলতি ওনান্য Product এর থেকে একটু Different।  Mutual Fund এর Scheme গুলিকে বলা হয় Portfolio। আপনি হয়তো মাত্র 5,000 টাকা Invest করছেন কিন্তু Mutual Fund ঐ টাকাটিকেই বিভিন্ন ধরনের কোম্পানীতে Invest করে থাকে। অনেক খেত্রেই একটি কোম্পানির সঙ্গে আর একটা কোম্পনির Performance হয়তো Negatively Correlated, এরকম হয়। এটা করার কারন Investment Risk টাকে যাতে Minimize করার যায়। এবার ভাবুন তো, কেউ যদি এই সামান্য Technical ব্যপারটাকে খেয়াল না রেখে শুধুই Return আর Performance দেখে ঝাঁপিয়ে পড়েন তাহলে কি হতে পারে?   

Mutual Fund এ কিছু Scheme আছে যেগুলিকে বলা হয় Diversified Equity Fund। ধরুন আপনি কোনো একটা টাকা এই Fund এ Invest করেছেন তখন Mutual Fund আপনার ঐ টাকাটিই বিভিন্ন Sector, বিভিন্ন Size ( যেমন Large Company, Medium Company, Small Company ) এর কোম্পনীতে Invest করবে। এর ফলে এত ছড়িয়ে Investment টি করা হয় বলে Risk তখন অনেকটাই কমে যায়। শুধুমাত্র যদি Return বা Performance দেখে এই ধরনের Fund কে বিচার করতে যাওয়া হয় তাহলে ভবিষ্যতে ঠকতে হতেও পারে। বিভিন্ন Market Cycle এ ঐ Fund টি কত Return দিয়েছে এবং তার জন্য কতটা Risk সে নিয়েছিলো এটা Judge করাও ভীষন জরুরী।

এর পর দুটো Scheme নিয়ে বলবো যে দুটি তে সব থেকে বেশি মানুষ হাত পুড়িয়েছে। একটা হল Thematic Equity Fund। এই Scheme এর টাকা একটা Theme এর ওপর Base করে Invest করা হয়। যেমন Infrastructure একটা Theme। একটা সময়ে 2007-08 সালে অনেক মানুষই মনে করেছিলেন এই Scheme এ টাকা লাগিয়ে রাতা রাতি অনেক টাকা করে নেওয়া যাবে। যখনই এই Theme টা কাজ করলো না তখনই সব ধরাসায়ী হলো। বেশিরভাগ খেত্রে Return পাওয়াই যাদের একমাত্র Purpose তারাই এই ধরনের Risk এ Short Term এ  হাত পুড়িয়েছে।

কেউ যদি Enough Capable হন এবং এটা বুঝে ফেলেন যে আগামী দিনে কোন Sector টা Perform করবে ( যেমন Auto না Pharma না Banking না অন্যকিছু ) তাহলে তিনি Sector Fund এ Invest করে Diversified Fund এর থেকে অনেক বেশি Return পেতেই পারেন। কিন্তু সাধারন মানুষ Risk কিভাবে Asses করতে হয় না জানার জন্য শুধু Return টাই দেখতে পান আর সেই অনুযায়ী সিধান্ত নিয়ে পরে বিপদে পড়ে যান। আমি ব্যক্তিগত ভাবে এই ধরনের Scheme কে এড়িয়ে চলি। যদিও বা Use করি সেটা Strategically এবং তার জন্য Monitoring রাখি অনেক বেশি।

Mutual Fund এর Scheme গুলি যেহেতু Professional Fund Manger দ্বারা Manage হয় এবং তাদের Under এ Research Team কাজ করে তাই তারা যদি কোনো Company র Share এর দাম যথেষ্ট বেশি দেখেন তা হলেও তারা ঐ Company গুলিতে Invest করেন যদি তারা ঐ Company গুলির ভবিষ্যতে আরও অনেক বেশি Growth Expect করেন। এগুলিকে বলা হয় Growth Fund। আবার Fund Manager দের Research Team যদি দেখে আজ একটা কোনো Company রয়েছে যেটি খুব ছোটো, এবং তার নামও হয়তো কেউ জানে না, কিন্তু তারা মনে করছে ভবিষ্যতে ঐ Company টির ভবিষ্যত খুবই উজ্জল তাহলে তারা তখন ঐ ধরনের Company তে Invest করেন। এই ধরনের Fund কে বলা হয় Value Fund

এমন অনেক Investor আছেন যারা Equity র Risk টাকে ভয় খান অথচ একটু ভালো Return পেতে চান, তার জন্য Mutual Fund এ রয়েছে Hybrid Fund। এই Fund গুলি Debt এবং Equity র Mixture করে তৈরী হয়। যেমন Monthly Income Plan (MIP)। এই Scheme এ Equity Exposure সর্বচ্চ হতে পারে 30%। আবার তার কম % এর Equity আছে এরকমও  অনেক Scheme আছে। আর একটু Long time এ Invest করে যারা আরও একটু বেশি Return নিতে চান অথচ Pure Equity র অতটা Risk নিতে চান না তাদের জন্য রয়েছে Equity Hybrid Fund। এই Fund এ Equity কখোনোই 65% এর নীচে আনা যায় না।

অনেক মানুষ আছেন যারা Equity Mutual Fund এর Volatility কে ভয় খান অথচ Fixed Deposit এর থেকে একটু বেশি Return পেতে চান তাদের সুবিধার জন্য রয়েছে Balance Advantage Fund। এই Fund এ Equity কতটা পরিমাণ রাখা হবে সেটা ঠিক হয় বিভিন্ন সময়ে Equity Market এর Valuation দেখে। Overall Market Valuation যদি Cheap থাকে তাহলে ঐ Fund এ Equity র পরিমাণ বাড়ান হয় আর Overall Market Valuation যদি Costly থাকে তখন Automatic Equity Ex-poser কমে যায়। স্বাভাবিক ভাবেই এই Fund এর Risk অনেক কম।

আর একটি ভীষন জনপ্রিয় এবং খুব কার্যকরী Fund হলো Equity Linked Savings Scheme (ELSS)। এই Fund এ Invest করে 80C ধারায় Maximum 1,50,000 টাকা পর্য্যন্ত ছাড় পাওয়া যায়। এবং মাত্র তিন বছর Lock in রেখেই এই ছাড় পাওয়া যায়। 

এ ছাড়াও আরো অনেক ধরনের Fund আছে যেমন Fund of Funds (যেমন Gold Fund), International Fund, Arbitrage Fund, Exchange Traded Fund (ETF), Commodity Fund।

আমি আমার সাধ্যমত যতটা পারি Technical Term গুলিকে Avoid করে একটা ধারনা দেওয়ার চেষ্টা করলাম মাত্র। সব শেষে বলি Mutual Fund এর Scheme গুলির যেমন Objective থাকে তেমনি তার Performance, Risk গুলিকেও Measure করার বিভিন্ন Scientific Mathematical পদ্ধতি আছে। আমি এখনো পর্য্যন্ত এমন কাউকে দেখিনি যিনি ভালো Return এর লোভে Mutual Fund এ এসে বার বার ভালো Return নিয়েই চলে গেছেন। তাহলে Science, Method, System এগুলোর আবিষ্কারই তো হতো না।

Mutual Fund এ Investment এর একটা বড় সুবিধা হলো আপনি খুব কম টাকা হলেও (One time Minimum Rs 5,000, মাসে মাত্র Rs.100) Invest করতে পারেন। এই এত কম টাকা মাত্র Invest করেও আপনি প্রায় 30 টার মতো Research করা Company তে Invest করতে পারছেন। ভেবে দেখবেন এটা কি কম সুবিধার?

আমার একান্ত অনুরোধ নিজের Purpose টাকে Identify করুন এবং সেই Purpose অনুযায়ী Investment করে Purpose Fulfill করুন, অজাথা সহজ সরল বিষয়টাকে জটিল করে বিপদে পরার কোনো মানেই হয় না।

অনেক মানুষের কাছ থেকে অনেক প্রশ্ন আমার কাছে এসেছে, সেই প্রশ্ন গুলোর উত্তর আমি এখানেই দিলাম যাতে অন্য সকলের সুবিধা হয়।

 

Q. Are Equity Funds high risk?
Short Period এ Equity Fund এ Volatility বেশি থাকে মানে Risk বেশি থাকে, কিন্তু Long Time Period Equity Fund এর Volatility কমে যায়, তখন আবার Risk কমে যায় এবং Return বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে Short Period এর জন্য আমরা Equity Fund এ Invest না করে Debt Fund বা Hybrid Fund এ Invest করার কথা বলে থাকি।

 

Q. What is the difference between an Equity Fund and a Mutual Fund?
Mutual Fund একটা Generic Term।  Mutual Fund হল একটা Pool of Fund। যেখানে যে কেউ তার সাধ্যমত যেকোনো Amount এই Pool এ তার Investment Objective মত Invest করে পারেন। Mutual Fund এর মধ্যে অনেক Fund আছে যেমন Debt Fund, Equity Fund ইত্যাদি। 

আরও সহজ করে বললে দাঁড়ায় School, একটা Generic Term। School বলতে ছেলেদের School, মেয়েদের School বা গানের School যেকোনো কিছুই হতে পারে। তেমনি Mutual Fund একটা Generic Term, তার মধ্যে অনেক ধরনের Fund থাকে পারে। Equity Fund হল Toral Mutual Fund এর মধ্যে অনেক ধরনের Funder এর একটি Fund।


Q. Which Equity Mutual Fund is best?
এই প্রশ্নের সরাসরি কোন উত্তর হয় না। কেন আমি এই কথাটা বলছি বুঝিয়ে বলার চেষ্টা করছি। একজন Doctor কে যদি প্রশ্ন করা হয় যে মাথায় ব্যথার জন্য কোন Medicine Besst? সেক্ষেত্রে কেন মাথায় ব্যথা হচ্ছে, কি কারনে Patient মথায় ব্যথার ওষুধ খেতে চাইছেন সে সব না বিচার করে কি কোন Doctor এর পক্ষে কি বলা সম্ভব? 

একজন Investor কেন Invest করতে চাইছেন, কি তার Investment Purpose, তার Risk নেবার ক্ষমতা, ইত্যাদি সমস্ত কিছু বিচার না করে কোন Fund Choose করা যায় না। Fund হল Vehicle এর মত, আগে Destination ঠিক করে নিয়ে তার পর Fund বা Vehicle ঠিক করলেই ভালো হয়। 


Q. Are equity mutual funds safe?
যদি কেউ Capital Loss নিয়ে চিন্তা করেন তাহলে বলা যেতে পারে Short Period এ Equity Mututal Fund এ Volatility বেশি থাকে। আর Long Period এ Volatility কমে যায় এবং Inflation কে Beat করে Return পাবার Probability অনেক বেশি থাকে। 

তবে যদি কেউ টাকা চোট হয়ে যাবার ভয় কে মাথায় রেখে Equity Mutual Fund Safe কি না জানতে চান, তাহলে বলা যেতে পারে, Mutual Fund এ Market Volatility Risk আছে ঠিকই, কিন্তু টাকা চোট হয়ে যাবার কোন Risk নেই। Mutual Fund কে SEBI Regulate করেন।


Q. Can I lose all my money in a Mutual Fund?
আমি কি রাস্তায় গাড়ি নিয়ে বেরলে Accident এ পরব? আমি কি সমুদ্রে স্নান করতে গেলে ডুবে যাব? আমি কি Roller Coaster এ চাপলে Heart ফেল করব? দয়া করে কিছু মনে করবেন না। প্রশ্নটার উত্তর হাঁ বা না দুটোই হতে পারে। 

কি কি করলে মোটামুটি ভাবে একজন ব্যক্তি Mutual Fund এ তার টাকা Loose করতে পারেন সেটা বরন যে নেওয়া যাক। 

  1. নিজের ঝুঁকি নেবার ক্ষমতা যাচাই না করে, কোন রকম Product Suitability বিচার না করে শুধুমাত্র Performance কে Focus করে Invest করা হলে।
  2. না যেনে না বুঝে, কোন রকম নিজের Objective বা Purpose না ঠিক করে হয়ত কেউ Mutual Fund এর কোন একটা Fund এ Invest করে অনেক Return পেয়েছেন সেই দেখে Invest করলে।
  3. Short Time এর জন্য কোন High Volatility আছে এরকম কোন Fund এ Invest করে বসলে।
  4. Market Correction এর সময় Panicked হয়ে টাকা তুলে নিলে।

এই Point গুলো যে কেউ Avoid করতে পারেন। কোন AMFI Registered Mutual fund Distributor এর সাথে পরামর্শ নিয়ে করলে এই ঝুঁকি গুলো সহজেই Avoid করা যায়। 


Q. How do Equity Mutual Funds work?
Mutual Fund এর মধ্যে প্রত্যেকটি Fund এর একটা Objective থাকে। একজন ব্যক্তি তার নিজস্ব Investment Objective এর সঙ্গে Match করে এরকম কোন Equity Fund এ যখন Invest করেন, Equity Mutual Fund এর অন্তর্গত Fund টি তখন ঐ অর্থ টি ঐ Fund এর Objective মত বিভিন্ন Stock বা Script এ Invest করে। এবার ঐ Investment এর Profit হলে Profit ঐ Investor দের মধ্যে Proportionately Distribute করে। 


Q.Why Mutual Funds are bad?
কোন কিছুই সকলের কাছে Good বা সকলের কাছে ই Bad হতে পারে না। আমার মনে হয় প্রশ্নটা থেকে এটা জানতে হয়ত চাওয়া হয়েছে যে Mutual Fund এর Demerits কি আছে? 

প্রথমেই বুঝে নিতে হবে, Mutual Fund একটা Passive Investment। এখানে যে টাকা Mutual Fund এ Invest করা হচ্ছে তার বিনিময়ে Investor কে Direct Stock এর মালিকানা দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে Unit। এবং ঐ Fund টি Manage করছেন কিছু Fund Manager, তাই তার জন্য সামান্য হলে কিছু Expenditure ঐ Fund টিতে Charge করা হয়। যিনি Invest করছেন তার ময় অনুযায়ী Stock Selection হয় না। যদি ও এই অসুবিধা গুলো তারই জন্য অসুবিধা বলে মনে হতে পারে যিনি নিজে Direct Stock Market এ Investment এ যথেষ্ট অভিজ্ঞতা এবং Knowledge রাখেন তার কাছে। বাকিদের কাছে এগুলো কোন অসুবিধা বলে মনে হয় না।


Q. What are 3 types of Mutual Funds?
Mutual Fund এর অনেক Category আছে। তার মধ্যে তিনটে জানতে চাইলে বলা যেতে পারে Debt Mutual Fund, Equity Mutual Fund, Hybrid Mutual Fund।

  1. Can you get rich with mutual funds?
  2. Rich বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে আমি জানি না। Rich কথাটা খুবই Relative বলা যায়। আমার মনে হয় Mutual Fund এর মাধ্যমে কি বড় Wealth Create করা সম্ভব? 

হাঁ, Mutual Fund Diversified Way তে Long term এ Inflation কে Beat করে বড় Wealth Create করতে Already অনেক মানুষকে Help করেছে, যারা এর সুবিধা ঠিকমত করে নিতে চাইবে তারাও তাদের প্রয়োজনীয় Wealth create করতে পারবে। 


Q. Is Mutual Fund tax-free?
Mutual Fund এর মাধ্যমে দু ধরনের Tax এর সুবিধা পাওয়া যেতে পারে।

  1. Income Tax Act এর 80 C Section অনুযায়ী যে যে যায়গায় Invest করে Maximum 1.5 লাখ টাকা Tax এর ছাড় পাওয়া যায় তার মধ্যে Mutual Fund এর ELSS Catagory Fund সব থেকে জনপ্রিয় একটি Fund। কারন মাত্র তিন বছর Locking রেখে Tax এর ছাড় যেমন পাওয়া যায় তেমনি ভালো Return পাওয়ারও সুবিধা রয়েছে।
  2. Maturity তে বা নিজের Goal Fulfill হওয়ার পর টাকা তোলা হলে প্রত্যেক বছর প্রত্যেক ব্যক্তি 1 লাখ টাকা পরজ্যন্ত Long Term Capital Gain Tax ছাড় পেতে পারেন।


Q.  What is the safest Mutual Fund investment?
Safest Mutual Fund বলতে যদি  Volatility কম থাকবে এমন বোঝান হয়ে থাকে তাহলে Debt Fund এর অন্তর্গত বিভিন্ন ধরনের Liquid Funnd বা Fixed Maturity Maturity Plan ব্যবহার করা যেতে পারে।


Q. Do Mutual Funds really make money?
Mutual Fund এর মধ্যে Long Time মানে যে সমস্ত Fund গুলো 15 বছর অতিক্রম করে গেছে তাদের মধ্যে 67 টা  Fund এর Performance বিচার করে দেখা গেছে যে এদের মধ্যে ঐ 15 বছরে Highest Return দিয়েছে যে Fund টি সে দিয়েছে 22.96% Return আর Lowest Return যে Fund দিয়েছে তার Return হল 10.13%। ঐ 15 বছরে Average Return দিয়েছে 16.19%।

যদি এই হিসাবটা 20 বছরের Period এ দেখা হয় তাহলে দেখা যাবে যে ঐ 20 বছরের মধ্যে Highest Return দিয়েছে 24.21%, আর Lowest Return দিয়েছে যে fund তার Return হয়েছে 12.53%। Average Return এসেছে 18.63%। * 

আশা করি এই তথ্য থেকে বোঝা যেতে পারে যে Mutual Fund থেকে সেই সমস্ত মানুষ Money Earn বা Wealth Create করতে পেরেছে যারা Long term Mutual Fund এ Invest করে থেকেছেন।

*All diversified equity funds which have completed 15 years and 20 years respectively as on 30th April 2018. Anchorage presentation.


আপনার মতামত নিচের এই Comment Section এ পেলে ভালো লাগবে।

Note – এই Article এর মধ্যে যে সমস্ত example বা return % ব্যবহার করা হয়েছে সেগুলো Just Concept টাকে বোঝানর জন্য দেওয়া হয়েছে, Mutual Funds are subject to market risk, read offer document carefully. আমি একজন AMFI Certified Mutual Fund Distributor। এই Article টি কোনও Planning বা Advice দেওয়ার জন্য লেখা হয় নি শুধু মাত্র Concept টা clear করার জন্য বা Awareness তৈরি করার জন্য এই Article লেখা হয়েছে। )

Related Blogs

Financial Planning In Changing Economy (Bengali)

1947 সালের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে 80র দশকের শেষ পর্য্যন্ত আমাদের দেশের অর্থনীতি ছিল সরকার দ্বারা

Read More

Call Us

or

Our phone lines are available from Monday to Friday 10 AM to 6PM and Saturday from 10 AM to 3PM.

Are You Having Any

Financial Queries? Problems?

If you are looking for expert help on your financial problems,
then here’s your chance to book a FREE personal consultation with our expert Wealth Coaches.

23 thoughts on “Mutual Fund – A Detailed Guide On Equity Funds (Bengali)”

  1. সুদূর USA তে বসে যখন আপনার এই Mindset up Guidance গুলো সহজ সরল মাতৃভাষায় পাই তখন নিজেকে ধন্য মনে হয়। ভাগ্যিস ঈশ্বর আপনার সান্নিধ্যে আমায় এনেছিলেন। এই লেখাটা বোধহয় সকলেরই পড়া উচিৎ।

  2. Wonderful Writing. Beautifully explain. Whenever I read your article I feel proud as well as feel a sense of security. Our total family members are all totally depend upon you regarding Personal Finance.

  3. Dhananjoy Mandal

    Sir
    আপনি আমার investment ধারনাটাই change করে দিয়েছেন। আপনার সাথে সাখ্যাত করার ইচ্ছে থাকলেও সময় করে উঠতে পারছি না।।
    Mutual fund এর জন্য কোথায় কিভাবে account খোলা য়ায জানালে উপকৃত হতাম।।

  4. Very good topic selection . But from my personal experience I can share that , before final selection of any fund , an investor should take advice of a reliable expert advisor explaining the purpose and expected tenure of investment before him. Thanks Dada for your idea sharing.

  5. Prof Santanu Basu

    এতদিন Finance Management পড়ানোর পরও আমি বুঝে উঠতে পারছি না কি করে এতবড় বিষয়টাকে এত সহজ সরলভাবে উপাস্হাপন করলেন। আপনি শিক্ষ্যকতা Line এ এলে যথেষ্ট সুনাম অর্জন করতেন। আমি আমার Student দের কে আপনার লেখা পড়ার জন্য বলি যাতে দুর্বধ্য Finance কে কিভাবে সহজ ভাবে Present করতে হয় সেটা তারা শিখতে পারে।

    লেখাটা অসম্ভব রকমের ভালো হয়েছে। আশাকরি এবার সকলে বুঝতে পারবেন আপনি কেনো বার বার Return নয় Goal এর ওপর Focus করতে বলেন। আপনাকে Advisor হিসাবে পেয়ে আমি ধন্য।

  6. By reading your previous week topic about Debt fund and Present topic I came to know about mutual fund. Excellent Roysfinance. We are grateful to you. People like me also feeling secure in your hands.

    I know Mr. Roy since 8 years, He is not only a knowledgeable and humble person but he always care for our self

  7. Sanjib Basu Mallick

    Apnar sob article gulo Ami khub mon dia pori, Amar anek bhalo lage ar anek kichu jante parachi, last 5/6 years Ami onar client. Thanks dada for your help

  8. Thank you Roy Babu to enriched my knowledge in Mutual Fund through this article & eagerly waiting your next article too.

  9. Dr Prasenjit Baidya

    very good topic. all misconception regarding different type of MF has been cleared by above topic..thanks

  10. দেবাশিস উকিল

    ধন্যবাদ রায়বাবু , অতি সহজ ভাষায় সহজ ভাবে লিখে বোঝানোর জন্য । কিন্তু এর পরেও mutual fund ব্যাপারটার যে অনেক খুটিনাটি দিক আছে সেটাও বুঝতে অসুবিধা হয়নি । যাই হোক আপনি আছেন আমার অতো বোঝার প্রয়োজনও নেই , কারণ ডাক্তারের উপর রুগীর ভরসা না থাকলে রোগ সারে না ।

  11. Arindam Bhattacharya

    From today discussion it is clear that nobody can meet financial goal without proper planning of a Financial Planner

  12. sisir kanti ghosh

    Learn many thing from this topic about mutual fund, which I needed very much.Many Many thanks to you Mr. Roy.

    Hope you will delighted & amp; enriched us in future.

  13. Debnath Ganguly

    সত্যি আপনার প্রত্যেকটি লেখাই বুঝতে সাহায্য করে Mutal Fund সম্বন্ধে।

  14. দেবাশিস উকিল

    ধন্যবাদ রায়বাবু , লেখাটি আমি বেশ কয়েকবার পড়লাম । এটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে সাধারণত যারা নিজেরাই mutual fund এ Invest করে তারা দুটো Risk নেয় , একটা market এর আর একটা আন্দাজে fund selection এর ।

  15. SUKHENDU MANDAL.

    আপনার অন্য লেখাগুলোর মতো এটাও একটা অসাধারণ লেখা। লেখাটির বিশেস্বত্ব হলো এর সরলতা, একবার পড়লেই mutual fund সম্বন্ধে একটি ধারণা হয়ে যায়,যেটা থাকা বিশেষ প্রয়োজন একজন বিনিয়োগকারীর জন্য। আমার মত হলো যতবেশী সংখ্যক পাঠক এটা পড়বেন তত বেশী আপনার লেখা সার্থক হবে। তাই আপনার তরফ থেকে সাবাইকে আমার অনুরোধ লেখা গুলো পড়ুন এবং লেখক কে উৎসাহ দিন আপনার নিজস্ব মত প্রকাশ করে। সবশেষে রায় বাবুকে অনেক অনেক ধন্যবাদ।

  16. আমি অনেক details জানতে পারলাম। ভবিষ্যতে কাজে লাগবে।

Leave a Comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top