Bengali Blogs

The Safest Way to Keep Your Money

আপনি কোথায় যাবেন, কখন যাবেন, এগুলো না জানা স্বত্বেও কি কখনো কোন Train বা Bus এ চড়ে বসেছেন? বোধ হয় নয়। এরকম আচরণ যদি কেউ করেন তাকে তো পাগলামি করছেন এটাই বলা হবে, তাই না? আপনি কি, কি অসুখ করেছে না জেনে, কোন ওষুধ প্রয়োজন সেটার Expert Advice না নিয়েই কি  Direct ওষুধের দোকানে ছুটে … The Safest Way to Keep Your Money Read More »

You Protect the Mind And The Mind Will Protect You

এই একটা ছবি যদি কেউ খুব মন দিয়ে বেশ কিছুক্ষণ দেখেন তাহলে অনেক কিছুরই উত্তর হয়ত পেয়ে যাবেন। Cricket খেলার মাধ্যমে বোঝানর একটা চেষ্টা করছি। আজ এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।  আজ সময় আমাদের এই COVID 19 Bowler এর সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এ এক নতুন বোলার। Already অনেক মানুষকে Out করে … You Protect the Mind And The Mind Will Protect You Read More »

Plan For The Best & Prepare For The Worst

2020 March এর আগে কি কেউ ভাবতে পেরেছিল এরকম একটা সময় আস্তে চলেছে, যেখানে মানুষকে সমস্ত কাজ ফেলে প্রাণের দায়ে ঘরে আবদ্ধ হয়ে থাকতে হবে। জীবনের সমস্ত গতি স্তব্ধ হয়ে যাবে। মানুষের কাছে মৃত্যু ভয় হবে সব থেকে বড় ভয়। কেউ না ভাবতে পারলেও বাস্তবে কিন্তু হয়েছে সেই রকমটাই। এই পৃথিবী থেকে বহু মানুষকে আজ … Plan For The Best & Prepare For The Worst Read More »

It’s Time To Reset, Rethink & Reposition

একটা খুব পুরনো প্রচলিত কথা আছে , “ভাবিয়া করিও  কাজ করিয়া ভাবিও না”। দৈনন্দিন ব্যস্ততায় আমরা হয়ত অনেক সময়ই হয়ে যায় কি এইটা ভাবার সেভাবে সময় আমাদের হয়  না। যার ফলে Important বিষয় যতখ্যন না Urgent হয়ে সামনে আসছে ততখ্যন পর্যন্ত অনেকের Action সেদিকে যায় না। অথচ এটাও আমরা শুনেছি “If your thoughts are not … It’s Time To Reset, Rethink & Reposition Read More »

There Is Nothing, Absolutely Nothing More Important Than Meeting Our Own Basic Needs

দুজন ব্যক্তি, একজনের নাম সনাতন, আর একজনের নাম দীনেশ। দুজনেরই জীবিকা সমুদ্রে গিয়ে মাছধরা, একই পাড়ায় থাকে, যে সময় বা  যখন ওদের সাথে আমার দেখা হয়েছিল তখন Bad Weather এর জন্য সমুদ্রে মাছ ধরতে যাওয়ার একটা নিষেধাজ্ঞা ছিল। তো সনাতন রোজ হয় তার নৌকার কিছু Repairing এর কাজ করত না হলে মাছ ধরার জাল Repairing … There Is Nothing, Absolutely Nothing More Important Than Meeting Our Own Basic Needs Read More »

Protect Yourself & Your Family Members From The Impact of COVID-19

Coronavirus আজ আমাদের জীবনের গতিকেই শুধু স্তব্ধ করে দিয়েছে তাই নয়, এর পর কি হবে তাই নিয়ে প্রায় সকলেই চিন্তিত। কথা হোল একদিন তো Lockdown উঠবে, কিন্তু Coronavirus এর জীবাণু তো তখন ও অনেক মানুষের মধ্যে থেকে যাবে। নিজেদের কাজের যায়গায় তো তখন যেতেই  হবে। তার জন্য Public Vehicle ও ব্যবহার করতেই হবে, মানুষের সংস্পর্শে … Protect Yourself & Your Family Members From The Impact of COVID-19 Read More »

Will This Market Go Up In The Future?

Equity Market নিয়ে যাদের কোনও ধারনা নেই তারা এই যে COVID 19 এর কারণে Equity Market Down হয়েছে তাতে ভয় খেয়ে গিয়ে ভাবছেন এ Market কি আর বাড়বে? সব বোধহয় লোকসান হয়ে গেল। যাদের SIP করা আছে তারাও অনেকে Value কম দেখে ভয় খাচ্ছেন। আবার অনেকেই তাদের Surplus টাকা নিয়ে এই সুবর্ণ সুযোগকে নেওয়ার জন্য … Will This Market Go Up In The Future? Read More »

EMI Moratorium Benefits & Its Impact

RBI এর দেওয়া 3 মাস EMI Moratorium Announcement শুনেছেন অনেকেই কিন্তু ব্যপারটার ঠিক কি? Impact কি হবে বুঝতে না পেরেই হয়ত অনেকেই আনন্দিত হচ্ছেন। ব্যপারটা একটু বুঝেনিতে অনুরোধ করব। এই Lockdown Period এ অনেকের Business বা Salary বা এককথায় বলা যায় Income এ Impact পড়তে পারে তাই এই সুবিধার Announcement করা হয়েছে। মাথায় রাখতে হবে … EMI Moratorium Benefits & Its Impact Read More »

The Corona Effect & Our Thoughts On It

Covid 19 বা Corona Effect প্রায় প্রত্যেক মানুষের Normal জীবনধারার  প্রচুর পরিবর্তন করে দিয়েছে। এবং প্রত্যেকে কিছুটা ভয়ে বা বাধ্য হয়ে এই ঘর বন্দি ব্যপারটা মেনে নিয়েছেন বা নিতে হয়েছে। সম্প্রতিক অতীতে যখন কার্গিল যুদ্ধ চলছিল তখনও কিন্তু এখানে আমাদের মত সাধারণ মানুষের জীবন মোটামুটি Normal ই ছিল। তাহলে কি এই ধরনের বিপদ ভবিষ্যতে যুদ্ধের … The Corona Effect & Our Thoughts On It Read More »

Surrender v/s Paid-Up – Which Is A Better Option?

এর আগের লেখায় আমি Detail জানানোর একটা চেষ্টা করেছিলাম Life Insurance Policy ঠিক কি ভাবে কাজ করে এবং Life Insurance Policy কে Investment হিসাবে দেখলে কি ভাবে ভুল হবে। যদি আপনার ওই লেখাটা না দেখা হয়ে থাকে তাহলে এই Link টা Click করে আগে দেখে  নিতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার Insurance সেই … Surrender v/s Paid-Up – Which Is A Better Option? Read More »

Financial Planning In Changing Economy (English)

The coronavirus pandemic has affected the economy of every country. It has left national economies and businesses counting costs and with partial or full lockdown in several countries, many establishments have closed operations leaving world economies to struggle with rising unemployment.  Now coming to our very own country, India, this global pandemic has badly affected its already fragile economy. High inflation due to the current situation may further cripple the Indian economy. Inflation not only affects our daily budgets but

Scroll to Top