Bengali Blogs

Here’s A Simple Way To Be Rich & Have Financial Freedom (Bengali)

  এই Profession এ থাকতে থাকতে অনেক মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি বেশির ভাগ মানুষ চান Financially Free হতে, অনেক Wealth Create করতে ইত্যাদি ইত্যাদি । কিন্তু দিনের শেষে এই চাওয়া আর পাওয়ার মধ্যে বেশির ভাগ মানুষের থাকে একটা আফশোষ বা না পাওয়ার হতাশা। তারা তখন হয় Fund কে, বা Product কে দোষারোপ করেন বা … Here’s A Simple Way To Be Rich & Have Financial Freedom (Bengali) Read More »

Ignoring Financial Advice Could Seriously Damage Your Peaceful Financial Life

আজ একটা সম্পূর্ণ অন্য ধরনের ভাবনা Share করার চেষ্টা করছি। বেশ কিছু মাস আগে হটাৎই আমার চোখে পড়ে Zee Bangla TV তে একটা Serial চলছে, তার নাম “ত্রিনয়নী”। (Generally আমার Serial দেখতে খুব একটা ভালো লাগে না)। চলছে তাই চোখে পড়ল, দেখলাম ওখানে একটি মেয়ে, নাম তার ত্রিনয়নী, মেয়েটি অপরের ভবিষ্যৎ দেখতে পায়, নিজের টা … Ignoring Financial Advice Could Seriously Damage Your Peaceful Financial Life Read More »

The Unfortunate Truth About The Importance Of Emergency Fund

সাধারন ভাবে আমরা কাউকে বিপদে পড়তে দেখলে সঙ্গে  সঙ্গে আমরা সতর্ক হয়ে যাই, তার পর Generally আমরা আবার সেই পুরোনো অবস্থাতেই ফিরে যাই। গাড়ি চালাতে চালাতে রাস্তায় কোনো Accident দেখলে যে কোনা ব্যক্তির  Automatic গাড়ির Speed Slow হয়ে যায়। পরে আবার সব ভুলে গিয়ে যা কে তাই। শস্মানে কাউকে দাহ করানোর সময় মনের মধ্যে একটা … The Unfortunate Truth About The Importance Of Emergency Fund Read More »

Ignoring Purchasing Power Loss Could Seriously Damage Your Financial Health

অনেকেই মনে করেন Equity Mutual Fund মানেই খুব Risky। কথাটা পুরোপুরি সত্যি নয়। কারন Equity Market Short time এ ভীষন Volatile, Long Time এ Equity ই পারে Inflation কে Beat করে ভালো Return দিতে। তবু বহু মানুষ মুখে বলেন Long Term Investment But Short Term Volatility দেখে ভয় খান। সমুদ্রের ঢেউয়ে যদি কারুর ভয় থাকে … Ignoring Purchasing Power Loss Could Seriously Damage Your Financial Health Read More »

How Can You Minimize Your Risk In Investment Through Asset Allocation Strategy

Asset দু রকমের হয়, একটা Physical Asset, যেগুলো চোখে দেখা যায়, যেমন Building, Land, Gold, Silver ইত্যদি আর একটা হলো Financial Paper Asset যেমন Eqity Share, Mutual Fund, Debt Fund, Bank or Post Office FD ইত্যাদি। এই সব Asset Class এই একজন Investor Invest করতে পারেন। এক একটা Asset এর Nature, Objective এবং Philosophy এক … How Can You Minimize Your Risk In Investment Through Asset Allocation Strategy Read More »

How To Be Disease & Stress Free

  আমি NLP নিয়ে আগে থেকেই চর্চা ও কাজ করছি, তবে সেটা অনেকেই জানতেন না, আবার কেউ কেউ জানতেন। Life এ Wealth Creation হল One Part। Life তো অনেক বড়? একটা Table এর চারটে পায়ের একটা পা Strong হলেও Table এর কার্যকারিতা কিন্তু তখন অতটা থাকে না। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি একজনের অনেক … How To Be Disease & Stress Free Read More »

Mutual Fund Is Not An OTC Product [In Bengali]

“Mutual fund product is not at all OTC Product, it is advised Product”- কেন এই কথাটা বলছি। আসুন যতটা ছোটো করে সম্ভব নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। Mutual Fund এর গাড়িটা যারা নিজেরা Drive করতে চান তারা সাধারনত যে Fund গুলোর নাম বিভিন্ন Website এ, Paper এ, বিভিন্ন কাগুজে Expert দের Opinon এ, সর্বপরি … Mutual Fund Is Not An OTC Product [In Bengali] Read More »

How To Create Wealth With Safety [In Bengali]

  Mutual Fund এ টাকা পয়সা রাখতে গিয়ে বেশিরভাগ মানুষ Volatility (Price ওঠা নামা) ব্যপারটাকে Risk ভেবে ভুল করে ফেলেন। Mutual Fund এর সব Fund এই যে সমান Volatility তা কিন্তু নয়। Equity Fund যতটা Volatile, Hybrid Fund এ Volatility তার থেকে কম, আবার Debt Fund এ Volatility আরো কম, Liquid Fund এ Negligible Volatility। … How To Create Wealth With Safety [In Bengali] Read More »

Why People Feel Bank FD & Bank Are Safer Options [In Bengali]

  ইতিহাস ঘাঁটলে দেখা যায় মানুষের বিশ্বাস যে 4th Century AD তে সোমনাথ Temple তৈরী হয়েছিলো। সেই সময় কোনো রকম Bank ছিলো না। তখন মানুষ তাদের Savings মানে সোনা, গহনা সব রেখে দিতো ঐ সোমনাথ মন্দিরে। ঐ সময়ে তাদের বিশ্বাস ছিলো ঠাকুরের মন্দির থেকে কেউ কখনো চুরি করবে না। সত্যি বলতে কি চুরিও হতো না। … Why People Feel Bank FD & Bank Are Safer Options [In Bengali] Read More »

6 Big Mistake & Their Impact In Finance

  Life এ যে কোনো প্রয়োজনীয় কাজ যদি যে সময়ে সেটা করা উচিৎ সেটা যে কোনো কারনেই  যদি না করা হয় তাহলে পরে তার জন্য অনেক পস্তাতে হয়। আর Personal Finance এ সঠিক কাজ সঠিক সময়ে না করা হলে পরে পস্তাতে নয় চরম ভুগতে হয়। কয়েকটা ঐ রকম Mistake আমি Just ধরিয়ে দিচ্ছি।

6 Big Financial Mistakes & Their Impact On Your Life (English)

Any important work, if not done at the proper and correct time in life, one may regret it at a later point in his life. Similarly, in personal finance, if the work is not carried out at the correct time, he may have to suffer very badly. Here are the few mistakes that I am pointing out. 1. Not Buying Health Insurance At The Right Time Almost every day I find many people of 40-45 years are regretful and want

Scroll to Top