Surrender v/s Paid-up- Which is Better Option
এর আগের লেখায় আমি Detail জানানোর একটা চেষ্টা করেছিলাম Life Insurance Policy ঠিক কি ভাবে কাজ করে এবং Life Insurance Policy কে Investment হিসাবে দেখলে কি ভাবে ভুল হবে। যদি আপনার ওই লেখাটা না দেখা হয়ে থাকে তাহলে এই LINK টা CLICK করে আগে দেখে নিতে পারেন।
যদি আপনি মনে করেন যে আপনার Insurance সেই সময় হয়ত ঠিক ভাবে ভেবে করা হয়ে ওঠেনি, এখন আপনি বুঝে গেছেন যে ওটা ভুল হয়ে গেছে, এখন Rectify করতে চান, তাহলে কি করনীয় আছে।আপনি Policy চালাতে না চাইলে আপনার হাতে দুটো Option রয়েছে। কি সে দুটো, জেনে নিন।
Policy Surrender করে দিতে পারেন- প্রথমত আপনি চাইলে Policy কে Insurance Company র কাছে নিয়ে গিয়ে Surrender করে দিয়ে নিজের পাওনা গণ্ড আজই বুঝে নিতে পারেন।
Policy Paid-up করে দিতে পারেন– আর একটা উপায় হল, আপনি Policy Surrender করলেন না কিন্তু পরবর্তী Premium আর দেবেন না বলে ঠিক করলেন।এটাকেই বলে Paid-up করা।
এখন প্রশ্ন আস্তে পারে কোনটা করা ঠিক হবে? তাহলে আগে এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করে নেওয়া যেতে পারে।